সারা বাংলা

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরি ‘কাকলি’র মাস্টার মো. বাদল হোসেন ও হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল পৌনে ৭টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটগামী ফেরি ‘কাকলী’ পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপে ধাক্কা দেয়।

মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, সঠিকভাবে ফেরি চালাতে ব্যর্থ হওয়ায় মাস্টার ও সুকানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের ব্যাপারে রাত সোয়া ৮টা পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা।