বিনোদন

এফডিসিতে পরিচালক সমিতির জাতীয় শোক দিবস পালন

আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

সকাল ১১ টায় বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিচালক সমিতির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান, মহাসচিব শাহীন সুমন, আবু মুসা দেবু, সাঈদুর রহমান সাঈদ, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, অপূর্ব রানা, মোস্তাফিজুর রহমান মানিক, রিয়াজুল রিজুসহ অনান্য নির্মাতারা।

এ ছাড়া বিএফডিসি কর্তৃপক্ষ, প্রযোজক পরিবেশক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।

উল্লেখ্য সব সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।