শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রকল্পটি কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রসারণের সঙ্গে উৎপাদন বৃদ্ধির কাজে সহায়তার জন্য বিদ্যুতের প্রয়োজন। এলক্ষ্যে আনোয়ার গ্যালভানাইজিং ১ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকোর কাছ থেকে অনুমোদনপত্র পেয়েছে। সম্প্রসারণ প্রকল্পে কোম্পানির অতিরিক্ত ২ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। কোম্পানিটির নিজস্ব সম্পদ এবং ধার করে এই প্রকল্পে অর্থায়ন করবে। সম্প্রসারিত প্রকল্পে কোম্পানির উৎপাদন প্রতি বছর ২ হাজার ৪১৭ মেট্রিক টন বৃদ্ধি পাবে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিক থেকে প্রকল্পটি চালু করা হবে। সম্প্রসারণ প্রকল্প চালু হলে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা প্রতি বছর ৪ হাজার ৭২৫ মেট্রিক টন দাঁড়াবে।