সারা বাংলা

যমুনার পানি নতুন করে আর বাড়েনি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে টানা ৮ দিন পানি বাড়তে থাকার পর সিরাজগঞ্জে যমুনার পানি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। অপরদিকে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে হ্রাস পেতে শুরু করেছে যমুনার পানি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩২ মিটার। গত ২৪ ঘণ্টায় পানি প্রবাহ অপরিবর্তিত এবং বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, সোমবার (২৩ আগস্ট) থেকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। ২৫ আগস্ট পর্যন্ত এ অবস্থা স্থিতিশীল থাকবে। ২৬ আগস্ট থেকে আবারও দু-তিন দিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।