অর্থনীতি

১২৫০ বর্গফুট ফ্ল্যাটে পর্দা খরচ ২ লাখ ৩৮ হাজার টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্সে ১২৫০ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটে পর্দার জন্য ব্যয় হবে দুই লাখ ৩৮ হাজার ৫৬৯ টাকা। সে হিসেবে দুটি ভবনের ১৯৬টি ইউনিটের পর্দার জন্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৭ লক্ষ ৫৯ হাজার ৫৪৫ টাকা। ইউরোশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ, ঢাকা- নামের একটি প্রতিষ্ঠান এই পর্দা সরবরাহ করবে। 

সূত্র জানায়, পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্সে ডব্লিউডি-২৫ প্যাকেজের আওতায় পর্দা সরবরাহ এবং স্থাপনের জন্য উম্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপত্র জমা পড়ে। তার মধ্যে কারিগরিভাবে একটি রেসপনসিভ হয়। 

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান ইউরোশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ-এর কাছ থেকে এই পর্দা সরবরাহ করবে। 

প্রকল্পটি একনেক কর্তৃক গত ২০১৬ সালের ৬ ডিসেম্বর তারিখ অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্যাকেজের আওতায় ১২৫০ বর্গফুটের একটি ২০ তলা ভবন এবং একটি ১৬ তলা ভবনে মোট ১৯৬টি ইউনিটের পর্দা সরবরাহ এবং স্থাপন করা হবে। ১২৫০ বর্গফুটের প্রতিটি ইউনিটে পর্দা বাবদ খরচ হবে দুই লাখ ৩৮ হাজার ৫৬৯ টাকা।

সূত্র জানায়, গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্সে ডব্লিউডি-২৫ প্যাকেজের আওতায় পর্দা সরবরাহ এবং স্থাপনের জন্য গণপূর্ত তফসিল-২০১৮ ও বাজার দর অনুযায়ী ৪ কোটি ৭০ লাখ ৪ হাজার টাকার দাপ্তরিক প্রাক্কলন করা হয়। এরপর পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ই-জিপিতে দরপত্র আহ্বান করা হয়। 

নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি দরপত্র দলিল বিক্রি হয় এবং দুটি প্রস্তাব দাখিল হয়। দরপ্রস্তাব দাখিলকারী প্রতিষ্ঠান দুটি হলো- ইউরোশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেসার্স একেএম মঞ্জুরুল হক।

সূত্র জানায়, দরপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের ১০ বছরের অভিজ্ঞতা না থাকায় মেসার্স একেএম মঞ্জুরুল হককে নন রেসপন্সিভ এবং সব শর্ত পূরণ হওয়ায় ইউরোশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে রেসপন্সিভ ঘোষণা করা হয়।

দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্রটি উন্নয়ন বাজেট হিসাবে বিবেচনায় নিয়ে সর্বনিম্ন দরদাতা ইউরেশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দফওয়ারী সর্বমোট উদ্ধৃত ও চূড়ান্ত দরপত্র মূল্য ৪ কোটি ৬৭লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা উদ্ধৃত মোট মূল্য দাপ্তরিক মূল্য ৪ কোটি ৭০ লাখ ৪ হাজার টাকা থেকে ২ লাখ ৪৪ হাজার ৪৯৪ টাকা কম বা ০.৫২০ শতাংশ নিম্নদর হওয়ায় অনুমোদনের জন্য সুপারিশ করে।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।