সিরাজগঞ্জে বন্ধ হওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সামনে ‘রেল বাঁচাও’ আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন হয়।
এতে বক্তারা বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
তারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে, রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাসদ নেতা নব কুমার কর্মকার, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন, জাসদ নেতা মাহবুব-এ-খোদা টুটল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু ও সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।