খেলাধুলা

ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস: ক্যারমের ফাইনালে রফিক রাফি ও সাঈদ শিপন

‘ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস-২০২১’ এর ক্যারম প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন সময়ের আলোর রফিক রাফি ও জাগো নিউজের সাঈদ শিপন।

আজ শনিবার (২৮ আগস্ট) সেমিফাইনালে সময়ের আলো’র রফিক রাফি সংবাদ প্রতিদিনের ইকরামুল কবীর টিপুকে পরাজিত করেন। অপর সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সাঈদ শিপন ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আরাফাত দাড়িয়াকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন।

তৃতীয় স্থান নির্ধারণী খেলায় আমার দিনের আরাফাত দাড়িয়ার কাছে পরাজিত হয়েছেন সংবাদ প্রতিদিনের ইকরামুল কবীর টিপু।

আগামীকাল রোববার নারী সদস্যদের ক্যারম (একক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এবারের ইনডোর গেমসে পুরুষ ও নারী সদস্যদের ২২ ইভেন্টের পাশাপাশি সদস্যদের স্ত্রী ও সন্তানদেরও ইভেন্ট রয়েছে। 

ইনডোর গেমসে সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন ৪ পয়েন্ট, রানার্স আপ ৩ পয়েন্ট, তৃতীয় স্থান অধিকারী ২ পয়েন্ট ও চতুর্থ স্থান অধিকারী এক পয়েন্ট অর্জন করবে। এবারের এই ইনডোর গেমসে প্রায় ৫০০ প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছেন। সকল ইভেন্ট স্বাস্থ্য সুরক্ষাবিধি অনুসরণ করে পরিচালিত হচ্ছে। 

এবারের এই প্রতিযোগিতার পুরুষ সদস্যদের ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিক্স (২০০মি: ও ৪০০ মি. স্প্রিন্ট), দাবা, টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, অ্যার্চারি, গোলক নিক্ষেপ, শ্যুটিং ও সাঁতার।

নারী সদস্যদের ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিক্স (১০০ মিটার স্প্রিন্ট), টেবিল টেনিস (একক), ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, শ্যুটিং ও লুডু।

সদস্যদের সন্তানদের বয়সভিত্তিক ইভেন্ট দুটি হলো- ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্ট। 

সদস্যদের স্ত্রীদের ইভেন্ট হলো- মার্বেল দৌড়।