নরসিংদীর মনোহরদীতে একটি সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে হাসান মিয়া (৩০) ও মোবারক হোসেন (১৬) নামের দুই ব্যক্তি মারা গেছেন। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন একজন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের লালু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, লালু মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে প্রথমে ভেতরে নামেন হাসান মিয়া। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অজ্ঞান হয়ে যান। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে হাসানকে উদ্ধার করতে এগিয়ে যান মোবারক হোসেন। পরে দুজনেরই সাড়া না পেয়ে তাদের উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন প্রতিবেশী সজিব। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তার সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করা হয়। তিনজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাসান মিয়া ও মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন। সজিবকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।