সারা বাংলা

ভাসানচর থেকে পালানোর সময় ২৬ রোহিঙ্গা আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে জাহাইজ্জার চর এলাকা থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড্।

এ সময় রোহিঙ্গাদের পালাতের সহায়তার অভিযোগে আটক করা হয় তিন দালালকেও।

স্থানীয় জেলেদের সহযোগিতায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাহাইজ্জার চর থেকে স্থানীয় তিন দালালসহ ২৯ জন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড।  পরে তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয় ১৮ রোহিঙ্গা।  পরে ওই দিন রাতেই তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।  আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

নোয়াখালী ত্রাণ ও শরনার্থী বিষয়ক অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন জানান, দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  

তিনি আরো জানান, ৪৪ রোহিঙ্গাকে ভাসানচর ক্যাম্পের হেড ফোকালদের কাছে হস্তান্তর করা হয়েছে।