সারা বাংলা

চুড়ি বাজে রিনিঝিনি

নাছরিন মুনিয়াঢাকা, ১৮ মার্চ : চুড়ি নিবেন চুড়ি। হরেক রকম চুড়ি আছে। চুড়ি নিবেন চুড়ি! মধ্য দুপুরে ভাত ঘুম দিয়েছেন আর অমনি কানে ভেসে এলো এমন কোন হাঁক ডাক। বিরক্ত হবেন কেউ কেউ। তবে যে সাজতে পছন্দ করে তার তো ভালোই লাগার কথা। যদিও এখন ফেরিওয়ালাদের কন্ঠ শোনা যায় না সচরাচর। এখন চুড়ি কিনতে চাইলে যেতে হবে কোন মার্কেটে। কেননা আসলেই বদলে গেছে দিন। তবে বাঙালি নারীদের কাছে চুড়ির কদর কিন্তু এখনও কমেনি। পথের ধারে কোন চুড়িওয়ালাকে দেখলেই নিজের অজান্তেই বসে পড়েন তার ঝাপির সামনে। এগিয়ে দেন হাত। কোন চুড়ি লাগবে হাতে!   

চুরির সাজ এদেশের প্রাচীন ঐতিহ্যগুলোর অন্যতমও বটে। তার প্রমাণ মেলে নানী দাদীদের কথাতে। তারা বলেন, তাদের সময় বিয়ে বাড়িতে কাঁচের চুড়ি না আনলে বর পক্ষের সঙ্গে ঝামেলা হতো কনে পক্ষের।

তবে সময় বদলে গেছে। চুড়িতেও এসেছে বৈচিত্র্য। দেশে তৈরি রঙবেরঙের কাঁচের চুড়ির  পাশাপাশি এখন আমদানী হচ্ছে অন্য দেশ থেকেও।

চুড়িওয়ালাদের কাছে পাওয়া যায় বাহারী চুড়ি। কি বিচিত্র সব নাম তাদের। যেমন- বউ চুড়ি, বৈশাখি চুড়ি, রেশমী চুড়ি, দেবদাস চুড়ি, কারিনা চুড়ি, কাঁচের চুড়ি প্রভৃতি। এসবের পাশাপাশি জমকালো সাজের জন্য রয়েছে বিভিন্ন রকম ষ্টোনের চুড়ি। বিয়ে বাড়িতে কনের সাজানোর জন্য রয়েছে ঐতিহ্যবাহী অনন্ত বালা, সাবেত্রি বালা, রুলি ও সলিড ব্রোঞ্জের চুড়িসহ নানান ধাচের চুড়ি।

বর্তমানে ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সি মেয়েরা সালোয়ার কামিজ, আনার কলী, মাছাক্কালী, জিপছি, লং কামিজ, টপস ও শাড়ীর সঙ্গে ম্যাচ করে পরছে নানা রকম চুড়ি। এসব চুড়ি আপনারাও পেতে পারেন হাতের কাছেই কোন শপিং মল কিংবা জুয়েলারী দোকানে।

কোথায় পাবেন, কেমন দামে :

বউ চুড়ি : বউ চুড়ি বিভিন্ন রং এর হয়ে থাকে। এক সেটের মধ্যে অনেক রংয়ের চুড়ি থাকে। এগুলো ফুটপাত থেকে শুরু করে শপিং মলেও পাওয়া যাবে। প্রতি ডজন চুড়ির দাম পড়বে ৫০-৬০ টাকা।বৈশাখি চুড়ী : বৈশাখি চুড়ি এক ধরনের মোটা কাপড়ে মোড়ানো থাকে। সেই কাপড়ে বিভিন্ন রকমের আলপনা আঁকা থাকে। এর দাম ৫০-৮০ টাকার মধ্যে।

রেশমী চুড়ি : যদিও আমরা রেশমী চুড়ি কম বেশী সবাই চিনি। রেশমী চুড়ি কাঁচের তৈরি। কিন্তু মজার ব্যপার হলো, এ চুড়ি চোখের সামনে ধরলে এক রং, আবার একটু নড়ালেই আরেক রং ধারন করে। এর দাম পড়বে ৩০-৬০ টাকা।

দেবদাস চুড়ি : দেবদাস চুড়ি এক ধরনের সিসা দিয়ে তৈরি। এক সেটের মধ্যে ৪০ টি চুড়ি থাকে।

কারিনা চুড়ি : কারিনা চুড়ি সাধারণত কাঁচের  হয়ে থাকে। অনেক  রংয়ের চুড়ি দিয়ে একটি সেট তৈরী করা হয়। বৌ-চুড়ি, রেশমী কাঁচের চুড়ির সঙ্গে এর অনেকটা মিল আছে। আর দামটাও অন্যান্য সব চুড়ির মতোই।

 

সাবেত্রি ও অনন্ত বালা : এসব চুড়ি সাধারনত স্বর্ণ দিয়ে তৈরি হয়। তাই আপনার পছন্দ মতো কোন জুয়েলার্সে গিয়ে স্বর্ণের পরিমার ও ডিজাইন ঠিক করে দিয়ে আসতে পারেন। তবে আপনার চাহিদার উপর নির্ভর করবে এ চুড়ির মূল্য।  

 

রাইজিংবিডি / শান্ত / রাশেদ শাওন