আগামীকাল সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার মোট ২১টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবির জানান, তালা উপজেলার ১১টি ইউনিয়ন ও কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপের এই নির্বাচনে ২১টি ইউনিয়নের মধ্যে কলারোয়ার উপজেলার হেলাতলা ও তালা উপজেলার খলিলনগর, তেঁতুলিয়া ও তালা সদর এই ৪ ইউনিয়নে ইভিএমে ভোট হবে। এছাড়া বাকি ১৭টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে ১জন করে প্রিসাইডিং অফিসারের পাশাপাশি ৫ জন সশস্ত্র পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনের বিধিনিষেধ রক্ষায় প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
তালা ও কলারোয়ার ২১টি ইউনিয়নে ৩ লাখ ৭৫ হাজার ২৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।