সারা বাংলা

গণপরিবহনে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: ৬ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ফলিমারির বিলে গণপরিবহনে ডাকাতির মামলার মূল রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ জেলার ৬ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদেরকে নগদ অর্থ ও সনদ তুলে দেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আব্দুল বাতেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএএম ফজল-ই-খুদা পলাশ, ভোলাহাট থানার ওসি মো. মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মশিউর রহমান, আসগর আলী, অনুপ কুমার সরকার ও আরিফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, ভোলাহাটে ডাকাতির ঘটনা ছিল খুবই আলোচিত। ডাকাতদের শনাক্ত করা ছিল পুলিশের জন্য চ্যালেঞ্জ। দ্রুত এ মামলার রহস্য উদঘাটন এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তার করায় তাদের অনুপ্রাণিত করতে পুরস্কার প্রদান করেছে রেঞ্জ ডিআইজি। এ পুরস্কার তাদের ভালো কাজে অনুপ্রেরণা জোগাবে।