ক্যাম্পাস

জবি ছাত্রী হলের আবেদন শুরু ১ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে সিট বরাদ্দের জন্য ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপাচার্যের অনুমােদনক্রমে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভােস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উঠার জন্য ছাত্রীদের আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।  আবেদনের লিঙ্ক- http://student.erp.jnu.ac.bd/jnuis/student