বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় প্রচার করা হবে একক নাটক ‘প্যানিক অ্যাটাক’।
আহমেদ মুশফিকা নাজনীনের রচনায় জিতু মাহমুদ ও ইমন আলামিনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমন আলামিন। পটেটো ডিজিটালের ব্যানারে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, সালাহ খানম নাদিয়া, আরশ খান, আয়েশা নাফিসা প্রমুখ।
নাটকের গল্প এমন—রাতুল ও মিতুল এই প্রজন্মের ছেলে-মেয়ে। তারা ভাই-বোন। বাবা-মা আর ভাই-বোন মিলে চারজনের পরিবার। এর মধ্যে ভাই-বোন দুজনই সারাক্ষণ ডুবে থাকে ভার্চুয়াল জগতে। রাতুল দিন-রাত ব্যস্ত থাকে অনলাইনে গেম এবং বাইরে বন্ধুদের সঙ্গে ফাস্ট ফুড খাওয়া নিয়ে। মিতুল ব্যস্ত থাকে টিকটক, সাজগোজ করে ফেসবুকে ছবি আপলোডিং, অনলাইনে কেনাকাটা নিয়ে।
এদিকে, বাবা-মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এর মাঝেই একদিন রাতে বাজি ধরে গেম খেলতে গিয়ে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে রাতুল। এর পরে কী হলো, তা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।