সারা বাংলা

৬ অর্থ বছরে হিলি কাস্টমসে রাজস্ব আদায় ১২৭১ কোটি টাকা 

দিনাজপুরের হিলি কাস্টমসে গত ২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছরে সরকার রাজস্ব পেয়েছে ১ হাজার ২৭১ কোটি ৪৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান। 

তিনি রাইজিংবিডিকে জানান, চলতি ২০২১-২২ অর্থ বছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গত ৬ অর্থ বছরে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ২০১৬-১৭ অর্থ বছরে ১৭৭ কোটি ১৬ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব আদায় ১৯৮ কোটি ৬২ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব আদায় ২৩৩ কোটি ১ লাখ টাকা, ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আদায় ১৮৮ কোটি ৮৪ লাখ টাকা, ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আদায় ৩৯৯ কোটি ২৯ লাখ টাকা এবং চলতি ২০২১-২২ অর্থ বছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আদায় ৭৪ কোটি ৪৫ লাখ টাকা। এই ৬ অর্থ বছরে হিলি কাস্টমসে মোট রাজস্ব আদায় হয়েছে ১২৭১ কোটি টাকা।