খেলাধুলা

এবার ভারতকে রুখে দিলো শ্রীলঙ্কা

সাফ চ্যাম্পিয়নশিপের ফেভারিট দল ভারত প্রথম দুটি ম্যাচেই হতাশ করল। বাংলাদেশের পর শ্রীলঙ্কার সঙ্গেও ড্র করেছে তারা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। নিশ্চিতভাবে শিরোপার মিশনে বড় ধাক্কা খেল সাফের সাতবারের চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ আক্রমণাত্মক খেলে লিড নিয়েছিল ভারত। এমনকি ১০ জনের দলও হয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ায় তারা একটি গোল শোধ দিয়ে।

শুরুর ধাক্কা সামলে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে ভারতের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। কিন্তু গোলই করতে পারেনি তারা। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে শুরু করা লঙ্কানরা প্রথম পয়েন্ট উদ্ধার করল দুটি হারের পর।

দুই ম্যাচ শেষে ভারত ২ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে। তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশ (৪) রাতে খেলবে মালদ্বীপের বিপক্ষে। নেপাল সমান খেলে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে।