জাতীয়

এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২২ মার্চ : রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার রাত সাড়ে নয়টার দিকে ওই ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি দমকল বাহিনী।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম রাইজিংবিডিকে জানান, আগুনের ব্যাপকতা থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এ সম্পর্কে কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

এদিকে আগুন লাগার পরে নিরাপত্তার কথা চিন্তা করে মাল্টিপ্লান সেন্টারের আশেপাশের বাণিজ্যিক ও আবাসিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

   

রাইজিংবিডি/জিসান/রাসেল পারভেজ