শিক্ষা

স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি ওরা

জেলা প্রতিবেদক মাগুরা, ২৩ মার্চ : ‘আমরা স্কুলে যাতি চাই। কিন্তু আমাগোর জামা ছিল না। ড্রেস না থাকায় স্যার আমাদের প্রায়ই বকতেন। মায়েও জামার কথা বলতো, ভাত পাইনে জামা বানাবো কি দিয়ে।’ মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শরিফুল এসব কথা বলে।  আজ রোববার দুপুরে তার মতো ১০ শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল পোশাক । পোশাক পেয়ে তারা বেজায় খুশি। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মাহফুজুল হক নিরো ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরে কক্ষে শিশুদের মধ্যে এ পোশাক বিতরণ করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক সালেহ আহমেদ সিদ্দিকী, সহকারী শিক্ষিকা গীতালি মজুমদার উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র হৃদয়, আকাশসহ অন্যান্যরা জানায়, নতুন স্কুল পোশাক পেয়ে তাদের খুব ভালো লাগছে। নতুন  স্কুল পোশাক পরে তারা নিয়মিত স্কুলে আসার পাশপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ সিদ্দিকী জানান, প্রতিবছরই  অধ্যাপক মাহফুজুল হক নিরো স্যার তার ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের দরিদ্র শিশুদের স্কুল পোশাক দিয়ে থাকেন। এ বছরও ১০ দরিদ্র শিশুকে নতুন স্কুল পোশাক দিয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের স্কুল পোশাকসহ ফরমফিলাপের টাকা ও শীতবস্ত্র দিয়ে থাকেন।  অধ্যাপক মাহফুজুল হক নিরো জানান, নিজের কর্তব্যবোধ থেকে প্রতিবছর দরিদ্র শিশু ও ছাত্রছাত্রীদের লেখাপড়া জন্য ব্যক্তিগত উদ্যোগে সামর্থ অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি।

 

রাইজিংবিডি/আনোয়ার শাহীন/রিশিত