পরিবেশ

সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা বাড়বে

চলতি সপ্তাহের শেষের দিকে দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে।   আবহাওয়া অধিপ্তরের তথ‌্য মতে, শনিবার (৬ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার (৭ নভেম্বর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী দুই থেকে তিন দিন পর দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে এর আগের কয়দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জানান, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।