ফটো ফিচার

হেমন্তে বাংলার প্রকৃতি ও জীবন

রূপের ঋতু হেমন্ত। এ ঋতুতে সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালি ধান কাটা ও ঘরে তোলার দৃশ্য সবই যেন রূপের অনুষঙ্গ।

নবান্নে কৃষকের মুখে হাসি একটু বেশিই থাকে। গ্রামে-গঞ্জে ঘরে ঘরে চলে পিঠা-পায়েস বানানোর ধুম। প্রকৃতিতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেব কাঞ্চন, রাজ অশোক, ছাতিম ও বকফুল। খেজুরের রস সংগ্রহে প্রস্তুত হতে দেখা যায় গাছিদের। গ্রাম-বাংলার এমন সব দৃশ্য ধারণ করেছেন ছবিয়াল আসাদুজ্জামান রাসেল।

হেমন্তজুড়েই শোভা পায় কচুরি পানার ফুল

 

ধান কেটে বাড়ি ফিরছেন একজন কৃষক

 

গ্রামের কোথাও কোথাও এখনো হেমন্তে ঢেঁকিতে চাল কুটতে দেখা যায়

গ্রামাঞ্চলে গরুর গাড়িতে ধান নেওয়ার দৃশ্য এখনো চোখে পড়ে

চোখ জুড়ানো কচুরি পানার ফুল

হেমন্তেও আকাশে ওড়ে সাদা মেঘের ভেলা

 

হেমন্তের অন্যতম অনুষঙ্গ শিউলি ফুল

 

জীবিকার সন্ধ্যানে জাল পেতে বসে আছেন জেলে  

 

এসময় বিলে-ঝিলে ফোটে হরেক রকমের শাপলা ফুল

 

রঙ্গন ফুল শোভা পাচ্ছে প্রকৃতিতে

 

খেজুরের রস সংগ্রহে প্রস্তুত হতে দেখা যায় গাছিদের

 

ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকরা

 

চলছে ধান মাড়াই

 

মাঠজুড়ে সোনালি ধানের হাসি  

 

পাকা ধানের গোছা হাতে চুঁইয়ে পড়ছে হাসি