বিজ্ঞান-প্রযুক্তি

ইনস্টাগ্রাম রিলে যুক্ত হলো নতুন দুই ফিচার

ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম তাদের রিলে দুটি নতুন ফিচার যুক্ত করেছে। টিকটকের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০২০ সালে যাত্রা শুরু করে রিল। রিল টিকটককে মোকাবেলা করার জন্য ইনস্টাগ্রামের নতুন এক উদ্যোগ।

টিকটকের প্রতিদ্বন্দ্বী ‘রিল’ এ টেক্সট-টু-স্পিচ এবং ভয়েস ইফেক্ট যোগ করেছে প্রতিষ্ঠানটি। তবে এ দুটো ফিচার অনেক আগে থেকেই টিকটকে রয়েছে। এ দুটো ফিচার টিকটক কন্টেন্ট নির্মাতাদের মধ্যে খুবই জনপ্রিয়।

রিলে ‘টেক্সট-টু-স্পিচ’ ব্যবহার করতে:

* আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন এবং রিল ক্যামেরায় যান।

* ভিডিও রেকর্ড করুন বা আপলোড করুন এবং এর টেক্সট টুল ব্যবহার করে ভিডিওতে টেক্সট যোগ করুন।

* থ্রিডট মেন্যুতে যেতে ‘টেক্সট বাবল’ এ আলতো চাপুন এবং ‘টেক্সট-টু-স্পিচ’ নির্বাচন করুন।

* এবার  আপনি কোন ভয়েস অপশনটি চান তা নির্বাচন করুন। তারপর যথারীতি রিলে পোস্ট করুন।

রিলে ভয়েস ইফেক্ট যোগ করতে:

* রিল রেকর্ড করার পরে অডিও মিক্সার খুলতে মিউজিক নোটে ট্যাপ করুন।

* ‘ইফেক্ট’ ট্যাপ করুন এবং আপনি যে ভয়েস ইফেক্টটি চান সেটি বেছে নিন, অপশনের মধ্যে রয়েছে- হিলিয়াম, জায়ান্ট, এবং রোবট।

এছাড়াও ইনস্টাগ্রাম জুলাই মাসে নির্মাতাদের জন্য একটি বোনাস প্রোগ্রাম চালু করেছে। এটি মূল কোম্পানি ফেসবুকের (এখন মেটা) পরিকল্পনার অংশ, যা ২০২২ সালের মধ্যে নির্মাতাদের ১ বিলিয়ন ডলার প্রদান করবে। যেসব কন্টেন্ট নির্মাতাদের উচ্চ ফলোয়ার সংখ্যা রয়েছে তাদেরকে রিলে ভিডিও আপলোড করার জন্য ৩৫,০০০ ডলারের মতো বোনাস অফার করেছে ইনস্টাগ্রাম।