ফটো ফিচার

ছবিতে দেখুন ইতিহাসের দীর্ঘতম চন্দ্রগ্রহণ

আজ (১৯ নভেম্বর) মহাজাগতিক এক বিরল ঘটনার সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়েছে পৃথিবীবাসীর। আকাশে দেখা গেছে এই শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। গত ৫৮০ বছরের মধ্যে এতো দীর্ঘ সময়ের জন্য চন্দ্রগ্রহণ আর হয়নি। ফলে এই গ্রহণ নিয়ে মানুষের আগ্রহ ছিল চরমে।

এ বছরের দ্বিতীয় ও সর্বশেষ এই চন্দ্রগ্রহণের স্থায়ীত্ব ছিল ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। এবারের চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকায় সবচেয়ে ভালোভাবে দেখা গেছে। এছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া থেকেও কিছুটা দেখা গেছে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়া দ্বারা ঢেকে গিয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এজ্যই এটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হয়েছে।

চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা আলো চাঁদের উপর পড়ে। তাই চাঁদ অনেকটা লালচে আকার ধারণ করে। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। তখন সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের উপরে পড়তে পারে না।

কেন এবারের এই গ্রহণ এত দীর্ঘ? এর প্রধান কারণ দুটি। এক. চাঁদের কক্ষপথের গতি এবং দুই. গ্রহণের কাছাকাছি-সমগ্রতা।

যুক্তরাজ্যে হালকা মেঘের আড়ালে চন্দ্রগ্রহণের দৃশ্য৷ ছবি: রয়টার্স

 

জাপানে টোকিও স্কাইট্রির পাশে পৃথিবীর ছায়ায় ঢেকে যাওয়া রক্তিম চাঁদ। ছবি: রয়টার্স 

 

টোকিওতে টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণের দৃশ্য পর্যবেক্ষণ। ছবি: এএফপি

 

তাইওয়ানে পৃথিবীর ছায়ায় ঢেকে যাওয়া চাঁদ। ছবি: এএফপি

 

ভারতে আসাম থেকে দেখা গেছে চন্দ্রগ্রহণের দৃশ্য। ছবি: সাটারস্টক

 

 যুক্তরাষ্ট্রে ‘স্ট্যাচু অব ফ্রিডম’-এর পাশে রক্তিম চাঁদ। ছবি: এএফপি