অন্য দুনিয়া

কালিদহ সাগরে হিন্দু ধর্মাবলম্বীদের বারণী স্নান

জেলা প্রতিবেদক  শেরপুর,  ২৮ মার্চ : শেরপুরের ঐতিহ্যবাহী গড় জড়িপার কালিদহ সাগরে শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিক মন্ত্র উচ্চারণসহ সাগরের পুণ্য সলিলে অবগাহন করেন। এ সময় পুণ্যার্থীরা পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেন। স্নানার্থীদের বিশ্বাস, এ পুণ্য সলিলে অবগাহন করলে মনের সব কুটিলতা, সংকীর্ণতা ও পাপমোচন হয়। স্নান শেষে পুণ্যার্থীরা সাগরপাড়ে অনুষ্ঠিত গঙ্গাপূজা ও সংকীর্তনে অংশ নেন। প্রায় ১৫০ বছর আগে কোচ সামন্ত আমল থেকে ঐতিহ্যবাহী গড় জড়িপা মাটির দুর্গসংলগ্ন কালিদহ সাগরে বারুণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে ওই কালিদহ সাগর শুকিয়ে যাওয়ায় এর জৌলুস কমে গেছে। এ ছাড়া আগে এখানে ১৫ দিনব্যাপী মেলা বসত। সে মেলাও এখন আর হয় না। তবে এখন স্নানের দিন ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলে মেলা।

 

রাইজিংবিডি/শাকিল/রিশিত/ক.কর্মকার