ফটো ফিচার

ছবিতে মিস ইউনিভার্স হারনাজ

হারনাজ সান্ধু। তৃতীয় ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স মুকুট জিতেছেন তিনি। রোববার (১২ ডিসেম্বর) ইসরায়েলের এইলাতে অনুষ্ঠিত ৭০তম আসরে তাকে মুকুট পরিয়ে দেন তার পূর্বসূরি মেক্সিকোর আন্দ্রেয়া মেসা।

২১ বছর আগে সর্বশেষ মিস ইউনিভার্স মুকুট পরেছিলেন ভারতের সুন্দরী লারা দত্ত। তার আগে ১৯৯৪ সালে প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে এই খেতাব অর্জন করেন সুস্মিতা সেন।

পাঞ্জাবের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু পড়াশোনা করছেন চণ্ডীগড়ে। অনেকদিন থেকেই শোবিজ অঙ্গনে আছেন তিনি। ২০১৭ সালে তিনি মিস চণ্ডীগড় খেতাব জিতেছেন। ২০১৯ সালে জেতেন ‘মিস ইন্ডিয়া পাঞ্জাব’। একই বছর ‘মিস ইন্ডিয়া’ সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। হারনাজ সান্ধুকে নিয়ে এই ফটো ফিচার:

পাঞ্জাবের গুরদাসপুর জেলার কোহালি গ্রামে হারনাজের জন্ম। সেখানেই বেড়ে উঠেছেন তিনি

২১ বছর বয়সী এই ডিভা মডেলিং ছাড়াও নাচ, ইয়োগা, রান্না, ঘোড়ায় চড়া এবং দাবা খেলতে পছন্দ করেন

হারনাজ লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন

মিস ইউনিভার্স হওয়ায় প্রাইজমানি হিসেবে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পেয়েছেন হারনাজ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা

মিস ইউনিভার্সের যে মুকুটটি হারনাজ পরেছেন সেটির মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি টাকা