সারা বাংলা

গুলিবিদ্ধ চেয়ারম্যানপুত্রের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিবিদ্ধ হয়ে আহত চেয়ারম্যানের ছেলে এরশাদুল হক (৩৫) মারা গেছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর)রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এরশাদুল হক উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, উপজেলার কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে তিনি মারা যান। তিনি আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আটক করতে চেষ্টা চলছে।