অন্য দুনিয়া

অভিযোগ পেয়ে স্কুলের টয়লেট পরিষ্কার করলেন মন্ত্রী

স্কুলের টয়লেট খুব নোংরা— সরাসরি মন্ত্রীর কাছে এমন অভিযোগ করেন শিক্ষার্থী। আর এমন অভিযোগ পেয়ে মন্ত্রী নিজেই টয়লেট পরিস্কার করলেন।

সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মন্ত্রীর নাম প্রদ্যুমান সিং তোমার। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোয়ালিয়রের একটি সরকারি স্কুলে হাজির হন মন্ত্রী প্রদ্যুমান। এরপর হাতে দস্তানা পরে টয়লেট পরিস্কার শুরু করেন। হঠাৎ মন্ত্রীর এমন কাজে সবাই অবাক হন। পরে জানা যায়, এক স্কুলছাত্রী তাকে সরকারি স্কুলের টয়লেটের করুণ পরিস্থিতির কথা জানায়। তাই নিজেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

তবে অতীতেও এরকম কাজ করেছেন প্রদ্যুমান। তার রাজ্যের এক সরকারি অফিসে গিয়েছিলেন তিনি। সেখানে নোংরা পরিবেশ দেখে খুব বিরক্ত হন। এরপর এক নারী কর্মীর অভিযোগ পেয়ে নিজেই টয়লেট পরিষ্কার করেছিলেন। মধ্যপ্রদেশের এই বিদ্যুৎমন্ত্রী একটি পাবলিক পার্কও পরিষ্কার করেছিলেন বলে জানা গেছে।