মিডিয়া

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক মাইনুল

স্বাস্থ্য বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পিকিং গার্ডেনে বিএইচআরএফ’র দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও তথ্যবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছে বিএইচআরএফ।

সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। কমিটিতে সহ-সভাপতি পদে লাবনী গুহ রায় (বৈশাখী টেলিভিশন) ও সেবিকা দেবনাথ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক দিনার সুলতানা (বাংলাদেশ টেলিভিশন), অর্থ সম্পাদক বায়েজিদ মুন্সি (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মাহমুদ কমল (মাছরাঙ্গা টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওছিয়া তাজমিম (বিজনেস স্ট্যান্ডার্ড) নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন—তৌফিক মারুফ (ডেইলি টাইমস অব বাংলাদেশ), শিশির মোড়ল (দৈনিক প্রথম আলো), জান্নাতুল বাকেয়া কেকা (চ্যালেন আই), আয়নাল হোসেন (আজকের পত্রিকা), ফরিদ উদ্দিন (দৈনিক মানবজমিন), জাকিয়া আহমেদ (বাংলা ট্রিবিউন) ও হাসান মিসবাহ (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন)।

এর আগে বিএইচআরএফ’র বিদায়ী সভাপতি ডেইলি টাইমস অব বাংলাদেশের নির্বাহী সম্পাদক তৌফিক মারুফের সভাপতিত্বে আগের মেয়াদের সাধারণ সম্পাদক রাশেদ বাব্বি ও কোষাধ্যক্ষ নেসার উদ্দিন বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে প্রতিবেদন দুটি পাস হয়।