মিডিয়া

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

বিশিষ্ট সাংবাদিক, বিএফইউজের ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহ বলেন, “আমাদের প্রিয় অভিভাবক রিয়াজ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি গত ৯ তারিখ থেকে করোনায় আক্রান্ত হয়ে গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”

গত রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ইউনাইটেড হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. ফজলে রাব্বি জানান, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ এর অবস্থা আশঙ্কাজনক।

রিয়াজ উদ্দিন অবিভক্ত বিএফইউজের সভাপতি ও মহাসচিব ছিলেন। জাতীয় প্রেস ক্লাবেও কয়েক দফায় সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তিনি ফিন্যান্সিয়াল হেরাল্ড এডিটরের সম্পাদক ছিলেন।