জাতীয়

লঞ্চে আগুন: অনিয়ম খুঁজে বের করার তাগিদ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় যার বা যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সার্বিক খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

নাসিমা বেগম বলেন, ‘শুধু একটি ফিটনেসের সনদ দিয়ে দায় সারার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত এসব লঞ্চের ফিটনেস ঠিক আছে কি না বা নিয়ম মানছে কি না সেগুলো যাচাই-বাছাই করতে হবে। ওই লঞ্চে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন ছিলো না, অনিয়মটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে। প্রতিটি যানবাহনে যাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, ভবিষ্যতে জনগণ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না সেটি নিশ্চিত করতে হবে। শুধু ব্যবস্থা থাকলে হবে না, সঙ্গে প্রশিক্ষিত জনবলও লাগবে।’

লঞ্চ চলাচলের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা দেখতে না হয়। আমরা ফিটনেস সার্টিফিকেট দেই কিসের ভিত্তিতে, সেটা মনিটরিং কমিটিকে নিশ্চিত করতে হবে। শুধু বছরের পর বছর ফিটনেস দিলেই হবে না, সেই যানবাহন চলাচলের উপযোগী আছে কি না সেটিও দেখতে হবে।’