মিডিয়া

লোটাস ডিকাব সভাপতি, মঈন সাধারণ সম্পাদক

ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এবং ইউএনবির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দীন ২০২২ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অপর দুই নির্বাচন কমিশনার দৈনিক অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও মাছরাঙা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা এসময় উপস্থিত ছিলেন।

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ পদে স্পাইস টিভির এহসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান অপু এবং কার্যনির্বাহী সদস্য পদে বার্তা ২৪ ডট কমের স্পেশাল করেসপন্ডেন্ট খুররম জামান, বাসসের কূটনীতিক প্রতিবেদক তানজিম আনোয়ার, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মোর্শেদ হাসিব, দৈনিক জবাবদিহির আতিকুর রহমান, সদস্য পদে সময়ের আলোর কূটনৈতিক রিপোর্টার এম এ কে জিলানী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আগে ডিকাবের বিদায়ী সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।