মিডিয়া

রাইজিংবিডির বর্ষসেরা সংবাদকর্মী হলেন ৭ জন

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডকটমের বর্ষসেরা সংবাদকর্মী হিসেবে সাত জনকে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে তাদের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, রাইজিংবিডির পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির, উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, ভারপ্রাপ্ত সম্পাদক এম. এম. কায়সার, নির্বাহী সম্পাদক তাপস রায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, চলচ্চিত্রাভিনেতা মিশা সওদাগর ও রাইজিংবিডির প্রধান প্রতিবেদক হাসান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প নিয়ে ধারাবাহিক’ রিপোর্টের জন‌্য বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন এসকে রেজা পারভেজ; ‘সাগরের ঢেউয়ে দুলছে হোসেনের ভাগ‌্য’ সংবাদ সম্পাদনের জন‌্য বর্ষসেরা সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন ইবনুল কাইয়ুম সনি, বর্ষসেরা লাইভ প্রতিবেদক হয়েছেন মেসবাহ উল আলম (মেসবাহ য়াযাদ), ‘নাম রাজবংশী, তবে অবস্থা আসমানী’র’ প্রতিবেদনটির জন‌্য বর্ষসেরা মফস্বল প্রতিবেদক নির্বাচিত হয়েছেন মাগুরার মো. আনোয়ার শাহীন, ‘তেল ছাড়াই চলে শাওনের সি-প্লেন আদলের জলযান’ ভিডিও প্রতিবেদনটির জন‌্য বর্ষসেরা ভিডিও প্রতিবেদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার মো. ইমরান, ‘ভালো কাজ করলেই বিনামূল্যে হোটেলে মিলছে খাবার’ প্রতিবেদনের জন‌্য বর্ষসেরা ফিচার লেখক নির্বাচিত হয়েছেন জাহিদ সাদেক, এবং ‘গাড়ির শব্দে শেয়াল কুকুর বুঝে নেয় খাবার আসছে’ প্রতিবেদনের জন‌্য বর্ষসেরা ক্যাম্পাস প্রতিবেদক নির্বাচিত হয়েছেন শেখ তাজুল ইসলাম।

এছাড়া উপকূলীয় অনুসন্ধানী সাংবাদিকতার জন‌্য রফিকুল ইসলাম মন্টুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এসময় রাইজিংবিডির সকল কর্মী উপস্থিত ছিলেন।

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, ‘সাংবাদিকতা পেশা নয়, এটি একটি নেশা। আপনার মধ্যে যতক্ষণ সাংবাদিকতার নেশা সৃষ্টি না হবে, আপনি সাংবাদিকতায় সফল হতে পারবেন না। এজন্য সাংবাদিকতার প্রতি ভালোবাসা থাকতে হবে। তা না হলে টিকতে পারবেন না। সাংবাদিকতায় কাজের মাধ্যমে টিকে থাকতে হবে। এটাকে নেশা হিসেবে নিতে হবে।’

রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম বলেন, ‘মিডিয়া শব্দটা মাথায় এলে আমাদের মনে হয়, সামথিং নেগেটিভ। পজেটিভ কিছুই নেই। তবে আমাদের একটা উদ্দেশ্য ছিল, সবকিছু আমরা ইতিবাচকভাবে দেখব। কারও বিপক্ষে আমরা লিখি না। কেউই বলতে পারবে না আমরা কারও বিপক্ষে লিখেছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসঙ্গ এলেই সবার আগে আসে রাইজিংবিডির প্রসঙ্গ। এটিই আমাদের সার্থকতা।’ 

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘বর্তমানে সাংবাদিকতা একটি বৃহৎ মাধ্যমে পরিণত হয়েছে। সংবাদের আওতাও এখন অনেক বৃহৎ। চলমান ঘটনাভিত্তিক সাংবাদিকতাকে ছাড়িয়ে এখন গণমাধ্যমে প্রাধান্য দেওয়া হয় অনুসন্ধানী সাংবাদিকতা, ইস্যুভিত্তিক সাংবাদিকতা প্রভৃতি। তাই সংবাদকর্মীদেরও এসব বিষয়ে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যেতে হয়।’ 

তিনি বলেন, ‘রাইজিংবিডি একটি পেশাদার গণমাধ্যম হাউজ। নতুন বছরে রাইজিংবিডির আরও সমৃদ্ধি কামনা করছি।’

চলচ্চিত্রাভিনেতা মিশা সওদাগর বলেন, ‘প্রতিটি মানুষই প্রাকটিসের মাধ‌্যমে নিজেকে টপকে যেতে পারেন। সাংবাদিকরা সমাজের দর্পন। তাদেরকে সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হবে। বেশি বেশি পড়াশোনা করতে হবে। সব বিষয়ে জ্ঞান রাখতে হবে। আর এর মাধ‌্যমেই আমরা ভালো ভালো রিপোর্ট পাবো। পাশাপাশি সাংবাদিকরাও নিজেদের কাজ দিয়ে নিজেদেরকেই পুরস্কৃত করতে পারবেন।’