সারা বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শয়নকক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাহজালাল হল সংলগ্ন আলম কটেজ থেকে অনিক চাকমা নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এটি আত্মহত্যার ঘটনা বলে পুুলিশের প্রাথমিক ধারনা। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন  জানান, শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর রুমে থাকতেন মেরিন সাইন্স বিভাগের ছাত্র অনিক চাকমা। আগের রাতে যথারীতি ঘুমাতে গেলেও সকাল ১১টা পর্যন্ত রুমের দরজা না খোলায় এবং ডাকাডাকি করেও তার কোন সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।