অভ্যন্তরীণ রুটে এখন চট্টগ্রাম থেকে শুধু ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ রয়েছে। তবে এবার চট্টগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে সিলেট। আগামী ৮ জানুয়ারি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম-সিলেট বিমান চলাচল শুরু হবে।
বাংলাদেশ বিমানের চট্টগ্রামের অথরাইজড এজেন্ট মোহাম্মদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, ৮ জানুয়ারি চট্টগ্রাম থেকে সিলেটের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে। সপ্তাহে দুই দিন (বুধবার ও শনিবার) চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল করবে। এই দুই দিন বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১ ঘণ্টা ২০ মিনিটে সিলেটে পৌঁছাবে। একই ফ্লাইট সিলেট থেকে দুপুর ১টায় রওনা হয়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
এই রুটে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪ হাজার ২০০ টাকা। রিটার্ন ভাড়া ৮ হাজার ৪০০ টাকা।