স্বাস্থ্য

ক‌রোনা সংক্রমণ বে‌ড়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হ‌য়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই সম‌য়ে ম‌ধ্যে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশে।

করোনায় মঙ্গলবার (৪ জানুয়া‌রি) পর্যন্ত দেশে ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

অপর‌দি‌কে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ১৯ হাজার ৭৪০ জনের এবং নমুনা পরীক্ষা করা হয়ে‌ছে ১৯ হাজার ৮৩৮টি। এসব পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ।

অধিদপ্ত‌রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা যাওয়া মানুষ‌দের ৪ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ এবং রাজশাহী বিভাগে একজন। 

প্রসঙ্গত, দে‌শে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ক‌রোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।