সাতসতেরো

সবকিছু ওলট-পালট! 

পায়ের নিচে আকাশ, মাথার ওপর মাটি। ছবি তোলার পর সেটা দেখলে এমনটিই মনে হবে। এটি এক ধরনের ইল্যুশন বা দৃষ্টি ভ্রম। এরকম একটি নয়, দুটি বাড়ি রয়েছে রাজধানীতে। একটি লালমাটিয়ায় অন‌্যটি উত্তরায়। তাদের অফিসিয়াল নাম ‘আপসাইড ডাউন গ্যালারি বিডি’। দুটি বাড়ি কেবল বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াতেই প্রথম। তবে ইউরোপ-আমেরিকায় এরকম গ্যালারি রয়েছে বলে জানা গেছে। সেসব দেখে অনুপ্রাণিত হয়ে দেশে দুটো গ্যালারি করা হয়। 

এই বাড়িগুলো আর দশটার মতই স্বাভাবিক। এর মধ্যে রয়েছে করিডোর, ড্রইং রুম, বেড রুম, চিলড্রেনস্ রুম, অফিস রুম ও রান্নাঘর। যে রুমেই বসে বা দাঁড়িয়ে আপনি ছবি তোলেন না কেন, সেটাই দেখতে হবে পুরো উল্টো। মনে হবে, ছবির মানুষটি উল্টো দিকে ঝুলে আছেন। কিংবা মানুষটি ঠিক পজিশনে আছেন, তবে ঘরের সব আসবাবপত্র উল্টো ঝুলে আছে। সঠিক আর ভুল বুঝাই মুশকিল।

বাড়িতে ঢুকে নিজের ক্যামেরা বা মোবাইলে বিভিন্ন পজিশনে যত খুশি তত ছবি তুলতে পারবেন। আর যদি ওখানকার ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতে চান, তাহলে ৪০-৫০টি ছবির জন‌্য দিতে হবে ৩০০ টাকা। আর প্রবেশ ফি নেবে ৪০০ টাকা। তবে, আপনি যতক্ষণ খুশি সেখানে অবস্থান করতে পারবেন।

এটি খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। ঠিকানা: বাড়ি ২, রোড ৬, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা।