সারা বাংলা

মির্জাপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।