রাজনীতি

‘আ.লীগ সরকারের সাফল্য দেখতে পায় না বিএনপি’

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের সাফল্য বিএনপি দেখতে পায় না। কিন্তু, এ দেশের জনগণ দেখতে পায়। সেজন্য জনগণ বার বার আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে সুইড বাংলাদেশ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ড কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সফলতা বলতে কিছু নেই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চোখে ঠুলি পরে থাকলে ও কানে তুলা গুঁজে রাখলে বর্তমান সরকারের সাফল্য দেখতে পাবেন না। আপনি তো বাসা থেকে বের হয়ে হাতিরঝিল দিয়ে যান, পদ্মা সেতুর পাশ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে যান—এগুলো কি চোখে পড়ে না? আপনার নিজের বাড়ি উত্তরবঙ্গে, যেখানে বিএনপির শাসনামলে মঙ্গা লেগে থাকত। সেখানে এখন কোনো খাদ্য সংকট নেই, মঙ্গা চিরতরে দূর হয়েছে। বাড়ি যাওয়ার সময় এ সাফল্য কি দেখতে পান না?’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রভু হলো পাকিস্তান। পাকিস্তান কী বলে, সেদিকে তারা তাকিয়ে থাকে।’ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন—ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ।