রাজনীতি

‘শান্তির বার্তা নিয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না’

‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে এসেছি’ জা‌নি‌য়ে নৌকায় ভোট দেওয়ার আর্তি জা‌নি‌য়ে‌ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

নৌকায় আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু আমি মৃত্যুকে পরোয়া করি না। জীবন বাজি রেখে পরিবার ছেড়ে আপনাদের জন্য কাজ করেছি। আমার বিশ্বাস আমাকে আপনারা নিরাশ করবেন না, ফি‌রি‌য়ে দে‌বেন না।’

শুক্রবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কে র‌্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সেলিনা হায়াৎ আইভী।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সে‌লিনা হায়াৎ আইভী ব‌লেন, ‘অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে এই নৌকায় আস্থা রাখুন। এই নৌকা শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকাকে ঠেকানোর ক্ষমতা কারো নেই।’

এসময় টানা দুইবার মেয়র থাকাকালীন নারায়ণগঞ্জের উন্নয়নে তার নিয়ে বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ ক‌রি‌য়ে দি‌য়ে আইভী ব‌লেন, ‘নারায়ণগঞ্জের আনাচে-কানাচে উন্নয়ন হয়েছে। এখা‌নে শীতলক্ষ্যা ব্রিজ হবে, দুর্নীতিমুক্ত-সন্ত্রাস মুক্ত নগরী গড়তে নৌকায় ভোট দিন।’

নৌকার প্রতি তার ত‌্যা‌গের কথা স্মরণ ক‌রি‌য়ে দি‌য়ে আইভী ব‌লেন, ‘আওয়ামী লীগের দুঃসময়ের অনেকেই পালিয়ে বেড়িয়েছে। আমি মানুষের পক্ষে কাজ করেছি। নৌকার পক্ষে সোচ্চার থেকেছি। নৌকা মানে উন্নয়ন, সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগ‌ঞ্জের মানুষ এবার ঐক‌্যবদ্ধ হ‌য়ে‌ছে।’

এসময় কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘গত কয়েকদিন নারায়ণগঞ্জের মানুষের কাছে কাছে দ্বারে দ্বারে আপনারা গিয়েছেন, তাদের মনের কথা বুঝেছেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। আমার বাবা গণমানুষের নেতা ছিলেন। তার কাছ থেকে শিখেছি কীভাবে মানুষকে ভালবাসতে হয়। কীভাবে তাদের সেবা করতে হয়।’

সমা‌বে‌শে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন‌্যতম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে, নারায়ণগঞ্জের মানুষ শান্তির পক্ষে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসের উঁকিঝুঁকি নারায়ণগঞ্জের মানুষ হতে দেবে না। তারা বিশৃঙ্খল পরিস্থিতি মেনে নেবে না। তারা শা‌ন্তির প্রতীক নৌকায় ভোট দি‌তে গণজাগরণ সৃষ্টি হয়েছে।’

এসময় ১৬ তারিখ ভোটকেন্দ্রে এসে নিজের ভোট প্রয়োগের জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের এই নেতা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক আবদুর রহমান বলেন, ‘সন্ত্রাস বিরোধী সংগ্রামে নেমেছে নারায়ণগঞ্জের মানুষ। এই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দিন।’

তি‌নি ব‌লেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কেন্দ্র করে এই নগরীকে সন্ত্রাসের নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে ষড়যন্ত্রকারীরা, অপশক্তি ঐক্যবদ্ধ হয়েছে; এদেরকে প্রতিহত করুন।’

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, ‘এই নগরীকে উন্নত, সমৃদ্ধ এবং আধুনিক নগরী হিসেবে উন্নয়নের চাকা সচল রাখার জন্য আইভীকে বিজয়ী করতে হ‌বে।’

আই‌ভী‌কে বিজয়ী করতে নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানি‌য়ে উন্নয়ন সমৃদ্ধি ও অগ্রগতি ও শান্তির পক্ষে ভোট চান না‌সিম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হো‌সেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য পারভিন জামান কল্পনা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবদুল হাই প্রমুখ।

পরে নেতাকর্মী নি‌য়ে বর্ণাঢ‌্য শোভাযাত্রায় অংশ নেন ড. সেলিনা হায়াৎ আইভী। ব‌্যান্ডপা‌র্টি, ফুল, প্রতীক নি‌য়ে নে‌চে গে‌য়ে নৌকার প‌ক্ষে ভোট চান নেতাকর্মী। এতে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।