স্বাস্থ্য

মির্জা ফখরুলের পরিবারের সবাই করোনা পজিটিভ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তাদের কন্যা, ভাই- ভাবি, গৃহকর্মীসহ সবার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘বিএনপির মহাসচিবসহ তার বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত। তাদের অবস্থা তেমন সিরিয়াস নয়। সবাই বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।’

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসায় তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতে যান ডা. রফিকুল। তিনি জানতে পারেন, ওই বাসার সবাই করোনা পজিটিভ।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব প্রমুখ শুক্রবার বিকেলে মির্জা ফখরুলের বাসায় যান বলে জানা গেছে।

মির্জা ফখরুল ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘মির্জা ফখরুলের সামান্য কাশি ছাড়া অন্য তেমন কোনো সমস্যা নেই। আগামী বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে।’

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত মঙ্গলবার (১১ জানুয়ারি)।