স্বাস্থ্য

করোনামুক্ত হলেন প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ৪ জানুয়ারি করোনা পজিটিভ হয়েছিলেন। এর দেড় সপ্তাহের মাথায় করোনা নেগেটিভ হয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর তিন ছেলেও করোনা নেগেটিভ হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) প্রতিমন্ত্রী নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘আজ আমার এবং আমার তিন সন্তান অপূর্ব, অর্জন এবং অনির্বান প্রত্যেকেরই করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অপূর্ব, অর্জন এবং আমার ১২ দিন পরে করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অনির্বানের নেগেটিভ হতে সময় লেগেছে ৮ দিন।’

যারা খোঁজ-খবর নিয়েছেন এবং সুস্থতা কামনায় দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন নেওয়ার বিকল্প নেই। সবাই ভ্যাকসিন নিন, মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব মেনে চলুন।’

প্রায় ১৫ দিনব্যাপী কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে নমুনা পরীক্ষা করান জুনাইদ আহমেদ পলক। ৪ জানুয়ারি রাতে মুঠোফোনে করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন তিনি। ওই দিন তার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনেরও করোনা শনাক্তের রিপোর্ট আসে। পরে অন্য ছেলে অনির্বানের নমুনাতেও করোনা শনাক্ত হয়।