স্বাস্থ্য

বাজারে এলো ফাইজারের অ্যান্টি-কোভিড ট্যাবলেট ‘জুপিটাভির’ 

দেশিয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোভিড-১৯ এর চিকিৎসার জন্য ফাইজার-এর মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ ‘জুপিটাভির’ বাজারজাত শুরু করেছে।

বুধবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনসেপ্টা জানায়, ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ সংক্রমণের চিকিৎসার জন্য ওষুধটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-১৯ চিকিৎসার জন্য মুখে খাওয়ার প্রথম ওষুধ হিসেবে ওষুধটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দি‌য়ে‌ছে।

এই ওষুধ উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০ শতাংশ কার্যকারিতা রয়ে‌ছে। সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী ওষুধটি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন-এর বিরুদ্ধেও কার্যকর ব‌লে জানায় ইনসেপ্টা।

জুপিটাভিরে দুই ধরনের ওষুধ রয়েছে- নির্মাট্রেলভির এবং রিটোনাভির। নির্মাট্রেলভিরের সঙ্গে অবশ্যই রিটোনাভির সেবন করতে হবে। নির্মাট্রেলভিরের দুটি ট্যাবলেট এবং রিটোনাভিরের একটি ট্যাবলেট একসঙ্গে দিনে দুবার করে মোট পাঁচ দিন সেবন করতে হবে।

ত‌বে, জুপিটাভির শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এবং কোভিড-১৯ শনাক্তের পর যত দ্রুত সম্ভব এবং লক্ষণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জুপিটাভির সেবন শুরু করলে কার্যকর ফলাফল পাওয়া যাবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।