চাকরি

শুক্রবার একাধিক নিয়োগ পরীক্ষা

আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) সরকারি একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা রয়েছে। এর মধ্যে সমন্বিত ৭ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান এবং কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমন্বিত ৭ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদের পরীক্ষা

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত ৭টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের (সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রুপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন) ‘অফিসার (জেনারেল)’ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে রাজধানী ঢাকায় ৭০টি কেন্দ্রে। ১ ঘণ্টাব্যাপী এ নিয়োগ পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে শুরু হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক ও সদস্য সচিব মো : আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ‍উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। দেরীতে পরীক্ষা দিতে আসার কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।

প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এ ধরনের অন্য কোনো কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে করে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ‘অডিটর’ পদের পরীক্ষা

একই দিনে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ‘অডিটর’ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় ১৩২টি কেন্দ্রে অডিটর পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বিকাল ৩ টায় শুরু হবে।

প্রতিষ্ঠানটির বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব জয়েন্ট কন্ট্রোলার মুহাম্মদ খাদেমুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়, পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।