আইন ও অপরাধ

চলন্ত বাস থেকে ফেলে হত্যা: মামলার প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

ভাড়া নিয়ে তর্কের জের ধরে ইরফান নামের এক যাত্রীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

শুক্রবার (২১ জানুয়ারি) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

রাজধানীর নবাবপুরে একটি ইলেকট্রনিকসের দোকানে কাজ করতেন ডেমরা নিবাসী ইরফান (৪৮)। কর্মস্থলে যাওয়া জন্য বৃহস্পতিবার সকালে গ্রীনবাংলা বাসে উঠেছিলেন তিনি। বাসটি নবাবপুরে পৌঁছার আগে ভাড়া নিয়ে হেল্পারের সঙ্গে তর্কে জড়ান তিনি। ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন হেল্পার। গুরুতর আহত ইরফানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে তার পরিবার ওয়ারী থানায় হত্যা মামলা দায়ের করে।