আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ‘খোলামেলা’ আলোচনা

ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমনে ‘খোলামেলা’ আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে এ বৈঠক হয়েছে।

বৈঠক শেষে ব্লিঙ্কেন বলেছেন, ‘খোলামেলা ও ফলপ্রসু’ আলোচনা হয়েছে। উত্তেজনা প্রশমণে একটি চুক্তির ব্যাপারে ‘যৌক্তিক আলোচনা হবে’ বলে আশা প্রত্যাশা করেছেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, ‘আমি আশা করছি আবেগ কমে আসবে।’

চলতি মাসের প্রথম দিকে ইউক্রেন দাবি করে, তাদের সীমান্তে রাশিয়া এক লাখ সৈন্য জড়ো করেছে। আক্রমণের উদ্দেশ্যে এ সেনারা যে কোনো সময় ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করলে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেয়।