ক্যাম্পাস

চবিতে অনলাইনে ক্লাস, চলমান পরীক্ষা সশরীরে

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো সশরীরে স্বাস্থ্যবিধি মেনে হবে। 

শনিবার (২২ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান। গত রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি আকারে নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অফিশিয়াল কার্যক্রম সশরীরে বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। এছাড়া চলমান পরীক্ষাগুলো শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। 

এছাড়া গবেষণাকর্ম, দাপ্তরিক প্রয়োজনে এবং প্রথমবর্ষের ভর্তি সংক্রান্ত কাজে স্ব স্ব বিভাগের দায়িত্বে অফিস খোলা থাকবে। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে পারবেন। সীমিত পরিসরে অফিস খোলা থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের কারো করোনা উপসর্গ দেখা গেলে তিনি ছুটিতে থাকবেন। সব ধরনের জনসমাগম এ সময়ে নিষিদ্ধ থাকবে।