ক্যাম্পাস

পবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড

সারাদেশে একযোগে বিজ্ঞান অলিম্পিয়াড হয়েছে। বরিশাল বিভাগীয় অঞ্চলের প্রতিযোগিতাটি হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 

২১ জানুয়ারি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে এবং ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সহযোগিতায় এই বিজ্ঞান অলিম্পিয়াড হয়।  

ওইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ সময়ে উপস্থিত ছিলেন অলিম্পিয়াডের দায়িত্বে থাকা কো-অর্ডিনেটর প্রফেসর ড. তৌহিদুল ইসলাম এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক শাহ মাহমুদ সুমনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করেছে পবিপ্রবি রোভার স্কাউট একটি টিম।

উল্লেখ্য, বরিশাল বিভাগীয় অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ১০ জনকে পরবর্তী প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। বিকালে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।