ক্যাম্পাস

নাহিদ আহসানের প্রথম উপন্যাস ‘বিষাদবাড়ি’ 

অমর একুশে গ্রন্থমেলা ২০২২ কে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক নাহিদ আহসানের দ্বিতীয় বই ‘বিষাদবাড়ি’। 

২০২১ সালের গ্রস্থমেলা প্রকাশিত হয়েছিল তার প্রথম গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’। গল্পগ্রন্থ দিয়ে যাত্রা শুরু হলেও এবারের মেলায় তিনি তুলে আনছেন জীবন ঘনিষ্ঠ এক উপাখ্যান ‘বিষাদবাড়ি’। জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে উপন্যাসটি। 

নাহিদ আহসান বলেন, বিষাদবাড়ি; দুঃখ জমাট বাঁধা জীবনের এক অনন্য উপাখ্যান, এক অজানা টানাপোড়েনের গল্প। এটি জয়নব, হালিমা কিংবা অবন্তীর গল্প। আবার কখনো হয়তো মনে হবে আমরাই উপজীব্য। গভীর জীবনবোধের রেখাপাত রয়েছে বইয়ের প্রতিটি বাক্যে বাক্যে। 

অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে অসংখ্য তরুণ লেখকের বই প্রকাশ পায় প্রতিবছর। বাংলা সাহিত্য চর্চা ও তাতে অবদান রাখার উদ্দেশ্যে তরুণদের এইসব কাজ সত্যিই প্রশংসনীয়। বইমেলা শুরুর পূর্বেই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে নাহিদের এই বিষাদবাড়ি উপন্যাস। মেলা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। তবে এখন বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে।