বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন আদৌ হবে কি?

করোনার প্রকোপ আবারো বৃদ্ধি পাচ্ছে। দিনে দিনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকার স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে। এমন সময়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন ঘিরে এফডিসিতে প্রতিদিন কয়েকশ লোকের সমাগম হয়। এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন চলচ্চিত্র প্রযোজক-পরিচালক জেমি। তিনি বলেন, ‘প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিদিন কয়েকশ লোক এফডিসিতে আসছেন। এটি আতঙ্কের বিষয়।’

তিনি প্রার্থীদের অনুরোধ করে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীদেরও দেখি মাস্ক খুলে ইন্টারভিউ দিচ্ছেন। ভাই আপনাদের জনগণ চেনে, মাস্ক খুলে ইন্টারভিউ দেয়ার দরকার কি? নির্বাচন কমিশন অনেককে সতর্ক করেছেন। তার পরও বলবো- আরো কঠর হন। তা না হলে বিপদের মুখে পরতে হবে।’

বিষয়টি জানার জন্য যোগাযোগ করা হয় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুণের সঙ্গে। তিনি  বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। এখনো নির্বাচন স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। যদি আসে তাহলে অবশ্যই সরকারের নির্দেশ মেনে নেব আমরা।’

দেশের বিভিন্ন অঞ্চলে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে।  চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার সংখ্যা চারশ’র অধিক। আগামী ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্যানেল গঠন হয়েছে, চলছে প্রচার-প্রচারণা। তারকাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে এফডিসি। 

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল গঠন করেছেন ইলিয়াস কাঞ্চন- নিপুণ। অন্যটিতে রয়েছেন মিশা সওদাগর-জায়েদ খান।