আন্তর্জাতিক

প্যান্ট খোলায় ২০ বছরের কারাদণ্ড

বিমানে মাস্ক পরতে অস্বীকার ও ফ্লাইট অ্যাটেনডেন্টকে প্যান্ট খুলে নিম্নাঙ্গ দেখানোয় আয়ারল্যান্ডের এক নাগরিকের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

গত ৭ জানুয়ারি ডাবলিন থেকে নিউ ইয়র্ক যেতে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন ২৯ বছরের শেন ম্যাকইনারনি। তিনি বিমানে ওঠার পর মাস্ক পরতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তিনি একটি পানীয়ের ক্যান ছুঁড়ে মারেন, যা একটি যাত্রীর মাথায় আঘাত হানে। পরে তিনি যাত্রী ও ফ্লাইট অ্যাটেন্ডদের সামনে প্যান্ট ও অন্তর্বাস খুলে ফেলেন। নিউ ইয়র্কে আসার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়।

আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, শেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হামলা ও এক ফ্লাইট অ্যাটেন্ডটকে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।