ক্যাম্পাস

কবিতা: মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে

মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে

মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে  নতুন গজানো পাতা টলটলে পানির ছোট্ট ঢেউ  কিংবা উড়ন্ত পাখির ঝরা পালক। 

সত্যি মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে  রোদের তীব্রতায় ঝলসে যাওয়া রাজপথ  উত্তাল সমুদ্রের তেড়ে আসা মহা ঢেউ  কিংবা আঙুলে গেঁথে রাখা তোমার আঙুল। 

নিশ্চয়ই মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে আকাশ জুড়ে মেলে থাকা চিলের ডানা  শুকনো পাতার শব্দে মায়া হরিণের পালিয়ে যাওয়া কিংবা মুখ ঢেকে দেয়া তোমার শাড়ির উড়ন্ত আঁচল। 

মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে  কত কথা কত রং তোমার বলার বাহারি ঢং একসাথে পথচলার নিরবিচ্ছিন্ন গল্প  কিংবা হঠাৎ বদলে যাওয়া সেই তুমি। 

আজো মনে রাখার মতো অসংখ্য বিষয় আছে  প্রথম দিন প্রথম টুকটাক প্রেম তোমার আমার সেই রঙিন দিনগুলি এতটুকু ক্ষণ আড়ালে মানে না মন কিংবা অবেলায় বিদায় বলা লাস্যময়ী নারী।

কবি: সহকারী প্রক্টর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।